জোট সরকার গঠনের বিষয়ে কোনও রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। একই সঙ্গে তিনি বলেছেন, তার দলকে ছাড়া কেন্দ্র এবং প্রাদেশিক সরকার কোনও দলই গঠন করতে পারবে না। শনিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের পূর্ণাঙ্গ ফল এখনও প্রকাশ করা হয়নি। দেশটির নির্বাচন কমিশন ২৬৫টি আসনের মধ্যে ২৫৩টির ফল প্রকাশ করেছে।

এতে দেখা গেছে, জাতীয় পরিষদের ২৬৫টি আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে জয় পেয়েছেন। আর নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭১টি, বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ৫৪টি, জামিয়তে উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ) ৩টি ও অন্যান্যরা ৩৩টি আসনে জয় পেয়েছেন।

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সম্ভাব্য জোট গঠন করা নিয়ে তার দল পিএমএল-এন, পিটিআই বা অন্য কোনও রাজনৈতিক দলের সাথে কোনও আনুষ্ঠানিক আলোচনা করেনি। জিও নিউজের সাথে আলাপকালে দেশটির সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, তার দলও নিজে থেকে সরকার গঠন করতে পারবে না।

পিএমএল-এনের প্রধান শেহবাজ শরিফের সঙ্গে তার বা তার বাবা আসিফ জারদারির কোনও বৈঠক হয়েছে কি না জানতে চাইলে বিলাওয়াল বলেন, আমি এ ধরনের কোনও বৈঠক নিশ্চিত করার মতো অবস্থানে নেই। আমাদের সামনে সব আসনের ফল থাকবে, তখন আমরা অন্যদের সাথে আলোচনা করার মতো অবস্থানে থাকব।

পিটিআই ব্লকের কোনও স্বতন্ত্র প্রার্থী এখনও পর্যন্ত তার বা কোনও পিপিপি নেতার সাথে যোগাযোগ করেননি বলেও জানিয়েছেন তিনি। বিলাওয়াল বলেছেন, আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীর সাথে যোগাযোগ করছি। কিন্তু পিটিআই ব্লকের কোনও স্বতন্ত্র প্রার্থী আমাদের সাথে এখনও যোগাযোগ করেননি।

দেশটির সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, পিপিপি ছাড়া কেন্দ্রে, পাঞ্জাব এবং বেলুচিস্তানেও সরকার গঠন করা যাবে না। তিনি বলেন, সব প্রদেশে পিপিপির প্রতিনিধিত্ব রয়েছে, কে সরকার গঠন করছে তা এখনই বলা যাচ্ছে না।

বিলাওয়াল বলেন, আমরা পূর্ণাঙ্গ ফলের হিসেব এখনও জানি না কিংবা স্বতন্ত্ররাও তাদের সিদ্ধান্ত ঘোষণা করেননি। তবে রাজনৈতিক বিষাক্ততার সমাধান না করে কোনও সরকারই জনগণের সমস্যার সমাধান করতে পারবে না।

সব দলের মধ্যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হলে তা দেশের জন্য কল্যাণকর হবে বলে মন্তব্য করেছেন তিনি। বিলাওয়াল বলেন, ‘‘পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আমাকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে নাম প্রস্তাব করেছে। আর আমাদের যদি এই প্রস্তাবে পরিবর্তন করতে হয় তাহলে দলের আরেকটি বৈঠক ডাকতে হবে। এরপরই কেবল আমরা কীভাবে এগিয়ে যাবো সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

এসএস