হ্যাকিং প্রতিরোধী একটি কম্পিউটার চিপ তৈরির দাবি করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। কম্পিউটারে অনুপ্রবেশকারীদের ঠেকানার জন্য অনন্যভাবে এই চিপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

মরফিয়াস নামের এই চিপ নির্মাণে মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং স্নাতকের একদল শিক্ষার্থী ছয় বছর ধরে কাজ করেছেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি কম্পিউটার চিপ তৈরি করা; যা ব্যাংকিং এবং আর্থিক ব্যবস্থা থেকে শুরু করে কম্পিউটার সুরক্ষা ও মেডিকেল ডেটা সুরক্ষায় কাজ করবে।

মার্কিন নাগরিকরা প্রতিদিনই হ্যাকিংয়ের হুমকিতে আছেন। দেশটির প্রতিরক্ষা অধিদফতর গত জুন থেকে আগস্ট পর্যন্ত এফইটিটি (ফাইন্ডিং এক্সপ্লয়েটস টু থোয়ার্ট টেম্পারিং) নামের এক প্রতিযোগিতায় এই চিপ পরীক্ষা-নিরীক্ষা করে।

ওই সময় মক মেডিকেল ডাটাবেসে মরফিয়াস হ্যাকিংয়ের চেষ্টায় হ্যাকারকে ৫০ হাজার ডলার পর্যন্ত অফার দেওয়া হয়েছিল। কিন্তু এতে কেউই সফল হতে পারেনি। গবেষণা প্রকল্পের প্রধান অধ্যাপক টড অস্টিন বলেন, ‘আমাদের চিপটি আসলে সফটওয়্যারকে হ্যাকিং থেকে রক্ষা করে।’

হ্যাকারদের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার ক্ষেত্রে মরফিয়াসের সাফল্যের কারণে অস্টিন এবং তার সহকর্মীরা এই চিপকে এখন বাণিজ্যিকভাবে ব্যবহারে কাজ শুরু করছেন; যা কোম্পানি এবং ভোক্তাদের সুবিধা দেবে।

এসএস