ইয়েমেনের এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে চালানো ওই হামলায় ব্রিটিশ জাহাজটিতে আগুন লেগে যায়। সেই আগুনে এখনো পুড়ছে জাহাজটি ।

জাহাজাটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ‘সামরিক জাহাজের সহায়তায় জাহাজের ক্রুরা এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রুদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জাহাজটিতে থাকা কোনো ক্রু ক্ষতিগ্রস্ত হননি।’

মার্লিন লুয়ান্ডা নামের বিশালাকৃতির জাহাজটি এডেন উপসাগরে পৌঁছার পর এতে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাত্র দিয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে লোহিত সাগরে প্রথমে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে হুথিরা। এসব হামলা বন্ধে হুথিদের অবস্থান লক্ষ্য করে রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এরপর হুথিরা হুমকি দেয়— তারা  এখন থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজকেও নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এর অংশ হিসেবেই সিঙ্গাপুর ভিত্তিক ব্রিটিশ এ তেলবাহী ট্যাংকারটিতে হামলা চালিয়েছে তারা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজটির ডানপাশে আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আনতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রুরা।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে হামলা চালায় হুথিরা। যে যুদ্ধজাহাজটিতে হামলা চালানো হয়েছিল সেটি দুটি মার্কিন পণ্যবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে এডেন উপসাগর থেকে লোহিত সাগর দিয়ে নিয়ে যাচ্ছিল। ওই হামলার পর দুটি জাহাজটি আবার পেছনে ফিরে আসতে বাধ্য হয়।

সূত্র: আলজাজিরা

এমটিআই