মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্থানীয় জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

এ ইস্যুতে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। আন্তর্জাতিক মহল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। 

এ ঘটনা নিয়ে দু’দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরান বলছে, পাকিস্তানে হামলার লক্ষ্য ছিল ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠী’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাকিস্তানে যে বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে তা একটি ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে চালানো হয়েছিল।  

বিষয়টি ইরান ও পাকিস্তানের মধ্যকার ইস্যু বলেই মনে করছে ভারত। দেশটি বলছে, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে। আত্মরক্ষার স্বার্থে কোনো দেশ কোনো পদক্ষেপ করলে ভারত তা বুঝতে পারে। 

গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এসব কথা বলেন। 

এদিকে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে ইরানকে এর ফল ভুগতে হবে। 

এনএফ