ফিলিস্তিন ইস্যুর সমাধান হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্রগঠন ও অন্যান্য ইস্যুগুলো নিয়ে যদি সব পক্ষ একটি বিস্তৃত চু্ক্তিতে পৌঁছায়— তাহলে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তারা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, ‘আমরা মানি আঞ্চলিক শান্তিতে ইসরায়েলের শান্তির বিষয়টিও রয়েছে। তবে এ বিষয়টি হতে পারে শুধুমাত্র ফিলিস্তিনিদের শান্তি ও তাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের মাধ্যমে।’
বিজ্ঞাপন
এরপর তাকে প্রশ্ন করা হয় বিস্তৃত রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে ইসরায়েলকে তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন কি না। জবাবে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই’।
প্রিন্স ফয়সাল বলেছেন, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে কাজ করছে। আর গাজার প্রশ্নে এ বিষয়টি খুবই প্রাসঙ্গিক।
আরও পড়ুন
কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছে সৌদি আরব। তবে গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এই আলোচনা স্থগিত করে দেয় দেশটি।
একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আলোচনা এখনই শুরু করবে না মুসলিম দেশটি। এ বিষয়টি নিয়ে তারা এখন আরও সময় নেবে।
তবে একটা সময় গিয়ে সৌদি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এই স্বীকৃতি দিলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করতে পারবে তারা। যে চুক্তিকে সৌদি নিজেদের নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখে।
সূত্র: রয়টার্স
এমটিআই