১৯ বছরের চাকরি হারিয়ে যা লিখলেন গুগলের কর্মী
দীর্ঘ ১৯ বছর তিনি বিশ্বের অন্যতম নামি সংস্থা গুগল-এ কর্মরত ছিলেন। কিন্তু ১৯ বছর গুগলে কাটিয়ে দেওয়ার পর হঠাৎ একদিন ওই কর্মী জানতে পারলেন, তাকে ছাঁটাই করে দিয়েছে সংস্থা।
আর পাঁচ জন হলে হয়তো এমন পরিণতির পর নিজের মনের যাবতীয় ক্ষোভ প্রকাশ্যেই উগড়ে দিতেন। অথবা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন। কিন্তু কেভিন বুরোলিয়ন নামে গুগল থেকে চাকরি হারানো ওই কর্মী সে পথে হাঁটেননি। বরং চাকরি খুইয়ে তিনি সমাজিক যোগাযোগমাধ্যমে যা লিখেছেন, তা দেখে অবাক অনেকেই। রীতিমতো ভাইরাল হয়ে গেছে কেভিন বুরোলিনের ওই পোস্ট।
বিজ্ঞাপন
চাকরি হারানোর পর সমাজমাধ্যমে গুগলের ওই প্রাক্তন কর্মী লিখেছেন, একটা যুগের অবসান। ১৯ বছর গুগলে কাটানোর পর আমি গতকাল সকালে জানতে পারলাম যে বুলেটটা আমাকে এসেই বিঁধেছে। একরাতের মধ্যে আমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
— Kevin Bourrillion (@kevinb9n) January 12, 2024
চাকরি হারানোর জন্য যে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে, তা অস্বীকার করেননি বুরোলিয়ন। একই সঙ্গে তিনি লিখেছেন, চাকরি হারালে বিপর্যস্ত লাগে ঠিকই। কিন্তু আমার জীবনে এরকম একটা ঝাঁকুনির প্রয়োজন ছিল। তাই এখনই তাড়াহুড়ো করে আমি অন্য চাকরিতে ঢুকতে চাই না।
বুরোলিয়ন আরও জানিয়েছেন, চাকরি না থাকায় এবার অবসর সময় তিনি সাইক্লিং করবেন, বই পড়বেন, ড্রাম বাজানো শিখবেন, ঘুরে বেড়াবেন এবং সর্বোপরি পরিবারকে আরও বেশি করে সময় দেবেন। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, চাকরি হারানোর খবর জেনে কেউ যেন তাকে সহানুভূতির বার্তা না দেয়।
গুগলের এক মুখপাত্রও বিবৃতি দিয়ে জানিয়েছেন, গোটা বিশ্ব জুড়েই তাদের বিভিন্ন অধীনস্থ সংস্থার উৎপাদনশীলতা এবং কর্মদক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু কর্মীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে৷ তবে যাদের ছাঁটাই করা হচ্ছে, তারা ফের গুগলে নতুন কোনো চাকরির জন্য আবেদন জানাতে পারবেন বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
এসএম