মার্কিন যেকোনও হামলার ভয়াবহ জবাব দেওয়ার হুমকি হুথিদের
মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুথি গোষ্ঠীর প্রধান আব্দেল মালিক আল-হুথি এই হুমকি দিয়েছেন।
কয়েক দিন আগে লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। যুক্তরাষ্ট্র নতুন করে কোনও ধরনের হামলা চালালে তার প্রতিক্রিয়া সাম্প্রতিক ওই হামলার চেয়েও ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আব্দেল মালিক।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, আমেরিকান যেকোনও হামলার জবাব দেওয়া হবে। কুড়িটি ড্রোন এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েক দিন আগে মার্কিন জাহাজে যে হামলা চালানো হয়েছিল তার চেয়ে শক্ত প্রতিক্রিয়া দেখানো হবে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়েছে।
তাদের এই হামলায় বিশ্বের অনেক বড় শিপিং কোম্পানি সুয়েজ খাল দিয়ে যাওয়ার পরিবর্তে আফ্রিকার কেপ অব গুড হোপের আশপাশের দীর্ঘ এবং অত্যধিক ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্যসামগ্রী সুয়েজ খালের মাধ্যমে পরিবহন করা হয়।
আব্দেল মালিক আল-হুথি বলেছেন, ‘‘আমরা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ এবং তা থেকে পিছিয়ে যাব না।
এদিকে, বৃহস্পতিবার ওমান উপসাগরে ইরাকি অপরিশোধিত তেলবাহী মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। গত বছর ইরানের একটি তেলবাহী ট্যাংকার জব্দের প্রতিশোধে বৃহস্পতিবার মার্কিন ওই তেল ট্যাংকার জব্দ করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। ইরাকি অপরিশোধিত তেলবাহী ওই ট্যাংকার তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
এসএস