সংগ্রামের কাহিনী শোনালেন মমতা
যেকোনো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রায়ই ছোটবেলায় ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার স্টুডেন্টস উইক উদযাপন অনুষ্ঠানে গিয়ে স্মৃতি হাতড়ালেন তিনি। শোনালেন, দারিদ্র্য সত্ত্বেও কীভাবে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি।
ক্ষমতায় আসার পর থেকেই বরাবরই শিক্ষার্থীদের কথা ভেবেছে তৃণমূল সরকার। ছাত্র-ছাত্রীদের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। সোমবার ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে যোগশ্রী প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তুলে ধরেন বাংলা ভাষার গুরুত্বের কথা। সেখানেই নিজের কলেজ জীবনের সংগ্রামের স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজ্ঞাপন
মমতা জানান, ছাত্রাবস্থায় তিনিও কম কষ্ট করেননি। বলেন, বাবার মৃত্যুর পর তার মা অত্যন্ত কষ্ট করে তাকে কলেজে ভর্তি করান। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটি সোনার হার ছিল। যা বিক্রি করতে তিনি বাধ্য হন। সেই টাকায় ভর্তি হন কলেজে। অভাব সত্ত্বেও লড়াই করেছেন তিনি। সাফল্যও এসেছে। নিজের জীবনে কষ্ট দেখেছেন, সেই কারণেই বরাবর শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেন মমতা।
অনুষ্ঠানে আরো বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি। সেখানে উঠে আসে পশ্চিমবঙ্গে রাজনীতির বিভিন্ন ইস্যুও।
সূত্র : সংবাদ প্রতিদিন
জেডএস