যুদ্ধ শুরুর পর নিহত হয়েছেন ২৫ ইসরায়েলি জিম্মি
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয় ইসরায়েলের। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যার পাশপাশি ২৪০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। এরমধ্যে ২৪ নভেম্বর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত সাতদিনের যুদ্ধবিরতি চলে হামাস ও ইসরায়েলের মধ্যে। যুদ্ধবিরতি চলকালীন প্রায় ১০০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। তবে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুক্রবার (৪ জানুয়ারি) জানানো হয়েছে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৫ জিম্মির মৃত্যু হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, হামাসের কাছে আরও ১০৭ জিম্মি জীবিত অবস্থায় আছে। সবমিলিয়ে সশস্ত্র এ গোষ্ঠীর কাছে ১৩২ জিম্মি রয়েছে বলে জানিয়েছিল ইসরায়েল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
যুদ্ধ শুরু হওয়ার আগেই হামাসের কাছে চার ইসরায়েলি জিম্মি ছিল। যাদের মধ্যে দুজন জীবিত আর দুজন মৃত অবস্থায় ছিলেন।
ইসরায়েলের ‘মিসিং পারসনস ফেমিলিস ফোরাম’ সর্বশেষ তথ্যে জানায় তামির আদার নামে ৩৮ বছর বয়সী এক জিম্মির মৃত্যু হয়েছে। এরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জানানো হয়, গাজায় ধরে নিয়ে যাওয়া ২৫ জিম্মির মৃত্যু হয়েছে।
হামাসের হাতে এখনো যেসব জিম্মি আটকে আছেন তাদের উদ্ধারে ইসরায়েলি সরকারের ওপর চাপ দিচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। তবে তাদের কথায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা খুব বেশি কর্ণপাত করছে না। হামাস জানিয়েছে, গাজায় পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না তারা।
সূত্র: সিএনএন
এমটিআই