জাপানে ভূমিকম্প : ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধাকে উদ্ধার করল কুকুর
জাপানের মধ্যাঞ্চলে ভূমিকম্পের প্রভাবে ধসে পড়া ভবনের নিচ থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে উদ্ধারকারী কুকুর। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত ১ জানুয়ারি ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। এতে অসংখ্য ঘর-বাড়ি ধসে পড়ে। জেনিফার নামের ওই কুকুরটি ধ্বংসস্তূপের নিচে বৃদ্ধাকে খুঁজে পায়। ধসে পড়া ভবন থেকে মানুষকে খুঁজে বের করা এবং উদ্ধারের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কুকুরটিকে।
বিজ্ঞাপন
যেসব অঞ্চল ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কয়েক হাজার উদ্ধারকারী কাজ করছেন।
আরও পড়ুন
জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরো কিহারা মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘গতকাল পর্যন্ত ১২২ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। যার মধ্যে উয়াজিমা শহরের এক বৃদ্ধা রয়েছেন। যাকে জেনিফার নামের একটি কুকুর খুঁজে পেয়েছে এবং উদ্ধার করেছে।’
ভূমিকম্প আঘাত হানার পর তৃতীয় দিনকে উদ্ধার অভিযানের সবচেয়ে গুরত্বপূর্ণ দিন হিসেবে ধরা হয়। কারণ তৃতীয় দিন শেষে ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা ফুরাতে শুরু করে। জাপানি মন্ত্রী জানিয়েছেন, আজ উদ্ধার তৎপরতা বৃদ্ধি করা হবে এবং উদ্ধারকারীর সংখ্যা ৪ হাজার ৬০০ পর্যন্ত বৃদ্ধি করা হবে।
ভয়াবহ সেই ভূমিকম্পে জাপান ৮৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ আছেন ৭৪ জন। ধারণা করা হচ্ছে, নিহতদের সংখ্যা আরও বাড়বে।
সূত্র: এএফপি
এমটিআই