ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির কবরের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জোড়া বিস্ফোরণে অন্তত ২০ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার (৩ জানুয়ারি) চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে— কাসেম সোলাইমানিকে স্মরণ করতে দক্ষিণাঞ্চলের কারমান শহরের ওই সমাধিক্ষেত্রে উপস্থিত হন অনেক মানুষ। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।

২০২০ সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় প্রাণ হারান কাসেম সোলাইমানি। এরপর তাকে কারমান শহরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর সেখান থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। প্রথম বিস্ফোরণের পর দ্বিতীয় বিস্ফোরণটি হয়। ওই সময় অনেকে আহত হন।

ইরানি সংবাদমাধ্যম আল মাঈদিন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের কারণে সেখানে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ইরানের পক্ষ থেকে সরকারিভাবে এ ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কোনো কিছু জানানো হয়নি।

এছাড়া আধাসরকারি সংবাদমাধ্যম নূরনিউজও জানিয়েছে, কবরস্থানের দিকে যাওয়া রাস্তায় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।

তবে কারমানের এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি হামলার কারণে এ বিস্ফোরণ হয়েছে। গ্যাস সিলিন্ডার নাকি এটি কোনো জঙ্গি হামলা ছিল— সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

কাসেম সোলাইমানিকে স্মরণ করতে আজ সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। এরমাঝেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমটিআই