জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ব্যাপক ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে এই ব্যাপক দুর্যোগ হয়েছে বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল এনএইচকে।

বিশাল মাত্রার এই ভূমিকম্প বয়ে এনেছে সুনামির শঙ্কাও। জাপানের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে দেশটির ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামি সতর্কবার্তা জারি করেছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের (১৬ ফিটের কিছু বেশি) অধিক উচ্চতায় উঠতে পারে।

ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ৩ ফুট উঁচু জলচ্ছাস পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে এনএইচকে।

ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

এসএমডব্লিউ