মার্কিন নৌবাহিনীর হামলায় সাগরে ডুবল হুথিদের তিন নৌকা
লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকালে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোট নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে হুথিদের তিনটি নৌকা সাগরে ডুবে গেছে। অপর একটি নৌকা পালিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার (৩১ ডিসেম্বর) চারটি ছোট নৌকা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসে মারেস্কের একটি বিশাল জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। নৌকাগুলো জাহাজের কাছাকাছি চলে আসলে সাহায্য চান জাহাজের নাবিক। তখন মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার সেখানে উপস্থিত হয়। ওই হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে নৌকাগুলো ডুবিয়ে দেওয়া হয়। ওই সময় নৌকার ক্রুরাও নিহত হন।
বিজ্ঞাপন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে গত নভেম্বর থেকে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথিরা।
ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা।
ইরান সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠী রোববার মারেস্ক হাংঝু জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। সিঙ্গাপুরে নিবন্ধনকৃত এবং ডেনমার্কের মালিকানাধীন এ জাহাজটি তখন সাহায্যের প্রার্থনা জানায়।
জাহাজটির নিয়ন্ত্রণ নিতে ছোট নৌকায় করে হুথি বিদ্রোহীরা অনেক অস্ত্রসস্ত্র নিয়ে আসে বলে জানিয়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
আরও পড়ুন
হামলার সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস ইসেনহোয়ার এবং ইউএসএস গ্রেভলি জাহাজটিকে সাহায্যের জন্য সাড়া দেয় এবং হেলিকপ্টার পাঠায়। তখন ওই নৌকাগুলো থেকে হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তখন আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালানো হয়। এতে হুথিদের তিনটি নৌকা ক্ষতিগ্রস্ত হয় ও নৌকার ক্রুরা নিহত হন বলে দাবি করেছে মার্কিনিরা।
গত ২৪ ঘণ্টার মধ্যে মারেস্ক হাংঝুতে এটি দ্বিতীয় হামলা ছিল। এর আগে জাহাজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
সূত্র: বিবিসি
এমটিআই