আমেরিকায় প্রাসাদোপম বাড়িতে মিলল ভারতীয় বংশোদ্ভূত পরিবারের মরদেহ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে প্রাসাদোপম বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি ও তার মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাকেশ কমল (৫৭), তার স্ত্রী টিনা কমল (৫৪) ও তাদের মেয়ে আরিয়ানা কমলের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওই পরিবারের এক আত্মীয় ৯১১-তে ফোন করেছিলেন। তারপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। স্থানীয় সময় রাত সাড়ে ৭টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এটা খুন করে আত্মহত্যার ঘটনা কি না সেটা এখনও পরিষ্কার নয়।
স্থানীয় মিডিয়ার রিপোর্ট বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে তাদের মৃত্যু হলো, পুরো ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠছে। রাকেশ কমলের বয়স ৫৭ বছর। বেশ সম্পদশালী মানুষ হিসেবেই তিনি পরিচিত। গত ২৯ ডিসেম্বর মৃত্যু হয়েছে তার। রেডফিনে বেশ বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বাস করতেন তিনি। তাকে রিক কমল বলেও ডাকা হতো। নিহত পুরো পরিবারটি ভারতীয় বংশোদ্ভূত।
জানা যায়, ৪১ কোটির বাসভবনে থাকতেন তারা। সেই ভবনে ছিল ২৭ বেড রুম। এডুনোভা নামে একটি কোম্পানি চালাতেন তারা।
এদিকে মরদেহের পাশে একটি বন্দুক পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই ঘটনার পেছনে পারিবারিক সহিংসতা দায়ী।
এমজে