ইসরায়েলি সেনাপ্রধান-উগ্রপন্থি মন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রধান হারজি হেলেভির সঙ্গে উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
কয়েকদিন আগে দখলকৃত পশ্চিমতীরের জেনিনের একটি মসজিদের লাউড স্পিকারে ইহুদিদের প্রার্থনা সংগীত গাওয়ার পর দুই সেনাকে বরখাস্ত করা হয়। ওই সেনাদের বরখাস্ত করা নিয়েই উগ্রপন্থি মন্ত্রীর সঙ্গে ইসরায়েলি সেনাপ্রধানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
বিজ্ঞাপন
ইসরায়েলি টিভি চ্যানেল— চ্যানেল-১৩ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল যুদ্ধকালীন মন্ত্রীসভার বৈঠকে এ ঘটনা ঘটে।
উগ্রপন্থি বেন গিভির সেনাপ্রধানকে বলেন, শাস্তি দেওয়ার বিষয়টি সেনাদের মনোবল নষ্ট করছে।
জবাবে সেনাপ্রধান বলেন, ‘ওই দুই সেনার কর্মকাণ্ড সেনাবাহিনীর নিয়ম এবং প্রতিরক্ষা বাহিনীর নৈতিকার পরিপন্থি ছিল।’
তখন রেগে গিয়ে বেন গিভির বলেন, ‘আমি মন্ত্রীসভার একজন সদস্য। আমি একজন রাজনীতিবিদ, আমরা সিদ্ধান্ত নেই (কি হবে না হবে)।’
এর জবাবে সেনাপ্রধান মন্ত্রীকে বলেন, ‘আপনি ভুল। সেনাবাহিনীর সঠিক কাজ কোনটি আর কোনটি নয় সেটি নির্ধারণ করব আমি। আমাকে হুমকি দেবেন না।’
ওই সময় মন্ত্রীসভার অন্য মন্ত্রীরা সেনাপ্রধানের পক্ষে কথা বলেন এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সঙ্গে খারাপ আচরণ না করার অনুরোধ জানান।
জাতীয় ঐক্য মন্ত্রী ইফাত শাসা-বিতন সেনাপ্রধানের পক্ষে কথা বলার পর বেন গিভির বলেন, ‘ম্যাম, কি করব আমাকে বলতে হবে না।’ জবাবে জাতীয় ঐক্য মন্ত্রী বলেন, ‘আমাকে ম্যাম বলবেন না।’
মন্ত্রীসভার বৈঠকে এর আগেও ঝামেলা করেছেন বেন গিভির। গত মাসে দপ্তরবিহীন মন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি ইসেনকোতের সঙ্গে দ্বন্দ্বে জড়ান উগ্রবাদী বেন গিভির।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই