ভারতের সংসদ ভবনে নিরাপত্তায় গাফিলতি? তদন্তের নির্দেশ
ভারতের সংসদে অধিবেশন চলছিল। হঠাৎ হট্টগোল। স্লোগান— তানাশাহি নেহি চালেগি (স্বৈরতন্ত্র চলবে না)। হুলুস্থুল কাণ্ড লোকসভার পুরো অধিবেশন কক্ষে। অতর্কিত ঢুকে পড়েন দুই যুবক। তারা হলুদ ধোঁয়া ছড়িয়ে সংসদ কক্ষে আতঙ্ক তৈরি করেন। এ সময় প্রাণ ভয়ে সংসদের অনেক সদস্য দৌড়াদৌড়ি করে পালিয়ে যান।
এ ঘটনায় সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লোকসভার সচিবালয়ের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদের নিরাপত্তায় ত্রুটির ঘটনায় তদন্তের নির্দেশ জারি করেছে। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যার দায়িত্বে থাকবেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল অনীশ দয়াল সিং। অন্যান্য নিরাপত্তা সংস্থা এবং বিশেষজ্ঞরা এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কমিটি সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণগুলো খতিয়ে দেখবে। এ ছাড়া কোথায় কমতি রয়ে গেছে সেই সব দিক খতিয়ে দেখে তাদের সুপারিশ জানাবে। এই সংক্রান্ত রিপোর্ট যত দ্রুত সম্ভব জমা দেবে কমিটি।
গত ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। উদ্বোধনের ২০০ দিন পর বুধবার নিরাপত্তা ত্রুটি ধরা পড়ল।
এনএফ