নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
ট্রাম্প নির্বাচিত হলে ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র
আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচনে জয়ী হয়ে যদি ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হতে পারেন; তাহলে যুক্তরাষ্ট্রকে সামরিক জোট ন্যাটো থেকে তিনি প্রত্যাহার করে নিতে পারেন। রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইউরোপের একাধিক দেশ শঙ্কা প্রকাশ করে বলেছে, ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হতে পারলে শুধুমাত্র ইউক্রেনেই সহায়তা বন্ধ করবেন না। তিনি পুরো ন্যাটো জোট থেকেই বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন।
বিজ্ঞাপন
নিউইয়র্ক টাইমসকে অবসরপ্রাপ্ত নেভির চারস্টার অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস বলেছেন, ‘ইউরোপের বড় শঙ্কা, ট্রাম্প পুননির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে সত্যি সত্যি ন্যাটো থেকে প্রত্যাহার করে নেবেন।’ ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ন্যাটোর সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা এ নৌ অ্যাডমিরাল আরও বলেছেন, ‘ন্যাটো থেকে যদি যুক্তরাষ্ট্র বের হয়ে যায় তাহলে এটি আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক এবং কৌশলগত পরাজয় হবে।’
সংবাদমাধ্যমটি আরও বলেছে, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে ইউরোপীয় দেশগুলো কি করবে সে ব্যাপারে তারা নিজেরাই নিশ্চিত নয়। বিশেষ করে ছোট দেশগুলো এ নিয়ে চিন্তিত। ট্রাম্পকে খুশি করতে এসব দেশ যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বাড়িয়ে দিতে পারে বলেও জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এমটিআই