ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর নির্বিচার বিমান হামলার জবাব দিতে— ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে প্রায়ই হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান সমর্থিত হুথিদের হামলার জবাবে পাল্টা হামলা না চালাতে, ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাদের আশঙ্কা যদি ইসরায়েল হামলার জবাব দিতে হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালায় তাহলে— বর্তমান যুদ্ধ এই অঞ্চলের অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে।

ওয়ালস্ট্রিট আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে, হুথিদের হামলার জবাব দিতে সমুদ্রে মার্কিন জাহাজ রয়েছে। এরমধ্যেই ইসরায়েলকে লক্ষ্য করে হুথিরা যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, সেগুলোর বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ভূপাতিত করেছে। আর বাকিগুলো ভূপাতিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এরসঙ্গে জড়ায়। এরমধ্যে ব্যতিক্রম হলো হুথি বিদ্রোহীরা। তারা ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো ছাড়াও; লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন সামুদ্রিক পণ্যবাহী জাহাজ আটক করছে। এছাড়া এক সপ্তাহ আগে ইসরায়েলের কয়েকটি জাহাজে একসঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ইসরায়েলি জাহাজের পাশাপাশি সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজেও হামলা চালিয়েছ হুথিরা।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

এমটিআই