যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘কোনো অবস্থাতেই ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিমতীর থেকে জোরপূর্বক উচ্ছেদের অনুমতি যুক্তরাষ্ট্র দেবে না।’

এছাড়া গাজায় অবরোধ আরোপ এবং গাজার সীমানা নতুন করে নির্ধারণও যুক্তরাষ্ট্র মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ এর ফাঁকে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসির সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। এরপরই এমন মন্তব্য করেন তিনি। এছাড়া গাজা থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করায় সিসিকে ধন্যবাদ জানান কমলা।

মিসরের প্রেসিডেন্টকে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট আরও বলেন, ‘শান্তি প্রচেষ্টা শুধুমাত্র তখনই সফল হবে যদি ফিলিস্তিনিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র গঠনের স্পষ্ট  রাজনৈতিক লক্ষ্য নিয়ে আগানো হয়। যে রাষ্ট্র পরিচালিত হবে পুনরুজ্জীবিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের দ্বারা।’

কমলা হ্যারিস জানিয়েছেন, গাজায় হামাস আর কোনোভাবেই শাসন পরিচালনা করতে পারবে না। এছাড়া হামাসের হাতে যেসব ইসরায়েলি জিম্মি আছেন তাদের উদ্ধারে অব্যাহতভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি যুদ্ধের শুরু থেকেই বলে আসছেন; ইসরায়েল পরিকল্পনা করছে, ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করা হবে। এর অংশ হিসেবে তারা অব্যাহতভাবে বোমা হামলা চালাছে। আর সাধারণ ফিলিস্তিনিদের মিসরের সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে।

মিসর জানিয়েছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ কোনোভাবেই মেনে নেবে না তারা।

গত ৭ অক্টোবর যুদ্ধ বাধার পর গাজার উত্তরাঞ্চলের মানুষদের প্রথমে ভয়ভীতি দেখিয়ে ও বোমা হামলা চালিয়ে দক্ষিণাঞ্চলে পাঠায় দখলদার ইসরায়েলি সেনারা। এখন দক্ষিণ দিক থেকে তাদের মিসর সীমান্তবর্তী রাফাহর দিকে সরে যেতে বলছে তারা।

সূত্র: বিবিসি

এমটিআই