ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গত শুক্রবার (২৪ নভেম্বর) প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। ওইদিন থেকে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। চারদিন শেষ হওয়ার আগেই বিরতির মেয়াদ আরও দুইদিন বৃদ্ধি করা হয়। আজ বুধবার দ্বিতীয় দফা যুদ্ধবিরতির সময় শেষ হবে। তবে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে।

ইসরায়েল জানিয়েছে, যতদিন হামাস জিম্মিদের মুক্তি দিয়ে যাবে; ততদিন পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে থাকবে।

তবে একটি প্রশ্ন বার বার ওঠছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর কী দখলদার ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও নির্বিচার হামলা শুরু করবে? নাকি লড়াই থামিয়ে রাখবে তারা।

আজ বুধবার ‘স্পষ্ট’ করে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এ ব্যাপারে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে বলেছেন, ‘যুদ্ধের শুরুতে, আমি তিনটি লক্ষ্য ঠিক করেছি— হামাসকে নির্মূল করা, আমাদের সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং নিশ্চিত করা গাজা ইসরায়েলের জন্য আর কখনো হুমকি হবে না। এই তিনটি লক্ষ্য এখনো অুটট রয়েছে।’

‘গত সপ্তাহে— আমরা খুব বড় একটি অর্জন পাই— অনেক জিম্মির বাড়ি ফিরে আসা। এক সপ্তাহ আগেও যেটি শুধু কল্পনা মনে হতো। কিন্তু আমরা এটি অর্জন করেছি। গত কয়েকদিন ধরে আমি একটি প্রশ্ন শুনছি, জিম্মিদের ফিরে আসার এই ধাপ শেষ হলে, ইসরায়েল কী লড়াইয়ে ফিরে যাবে? স্পষ্টভাবে আমার উত্তর হলো হ্যাঁ।’

নেতানিয়াহু আরও বলেছেন, ‘(লক্ষ্য অর্জন) শেষ না হওয়া পর্যন্ত আমরা লড়াইয়ে ফিরে যাব না এ সুযোগ নেই। এটি আমার পলিসি। পুরো মন্ত্রীসভা এটির পেছনে আছে। পুরো সরকার এটির পেছনে আছে, সেনারা আছে, সাধারণ মানুষ আছে— আর এটিই আমরা করব।’

সূত্র: আল জাজিরা

এমটিআই