হাসপাতালে কুয়েতের আমির
জরুরি স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ায় উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার এক প্রতিবেদনে দেশটির আমিরকে হাসপাতালে ভর্তির খবর দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবেরকে (৮৬) জরুরি পরিস্থিতিতে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিজ্ঞাপন
দেশটির সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে কুনা বলেছে, প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেখ নওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমিরের শপথগ্রহণ করেন। ৯১ বছর বয়সী সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর কুয়েতের নতুন আমিরের দায়িত্ব নেন নওয়াফ।
ক্ষমতায় আসার কয়েক দশক আগে থেকেই কুয়েতের সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ের অফিসে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৬ সালে কুয়েতের আমিরের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ১৯৯০ সালে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ইরাকি সৈন্যদের হামলার সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।
এছাড়া কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দেশটির বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীর কাছ থেকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি।
কুয়েতের আল-সাবাহ পরিবারের সদস্যদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে শেখ নওয়াফের। সদা বিনয়ী আর সাদামাটা জীবনযাপনের জন্য তার বেশ সুনামও রয়েছে।
সূত্র: আলজাজিরা।
এসএস