বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনা
ভারতকে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতের এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার চেষ্টার পরিকল্পনার অভিযোগ ওঠেছে। তবে এ হত্যাচেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটি। এমন ঘটনার পর ভারতকে কূটনৈতিকভাবে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ নভেম্বর) পরিচয় গোপন রাখা এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে সতর্কতা দেওয়ার পর এ ব্যাপারে জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যমটি। তবে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।
বিজ্ঞাপন
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, তাদের সূত্রটি পরিষ্কার করে জানায়নি, ভারতকে সতর্কতা দেওয়ার পর তারা শিখ নেতাকে হত্যা চেষ্টার পরিকল্পনা বাদ দিয়েছে; নাকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এটি নস্যাৎ করে দিয়েছে।
গত জুনে যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের পর নয়াদিল্লির কাছে এ সতর্কতা পাঠানো হয় বলে জানিয়েছে সূত্রটি।
দুই মাস আগে কানাডা অভিযোগ করে, গত জুনে ভেনকুভারে হরদ্বীপ সিং নিজ্জার নামের এক শিখ নেতাকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতা থাকার প্রমাণ পেয়েছে তারা। কানাডার এমন দাবির পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। এরপর সামনে আসল বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ব্যাপারে ভারতকে সতর্কতা দিয়েছে ওয়াশিংটন।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ভারতকে সতর্কতা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকার নিউইয়র্ক বিভাগীয় আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, যে শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তার নাম গুরপাতওয়ান্ত সিং পানুন।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস
এমটিআই