ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের সাথে সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর দুই কর্মকর্তা ও দুই সৈন্য নিহত হয়েছেন। বুধবার রাজৌরি জেলার কালাকোট জঙ্গলে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কালাকোট জঙ্গলে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ শাখা ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। সেখানে পৌঁছানোর পর বিচ্ছিন্নতাবাদীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধ হয়।

গত কয়েক বছরে জম্মু-কাশ্মিরের পীর পাঞ্জাল জঙ্গলে একের পর এক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে এই ঘন জঙ্গল। বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের অবস্থান লুকানোর জন্য এই ঘন বনাঞ্চলকে ব্যবহার করছেন।

বুধবার জম্মু-কাশ্মিরের গুল্লের-বেহরোত এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা রাজৌরে পৌঁছালে সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এর আগে, গত সপ্তাহে রাজৌরি জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক বিচ্ছিন্নতাবাদী নিহত হন।

সূত্র: এনডিটিভি।

এসএস