সমুদ্রপথে আরও ২০০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। এ নিয়ে চলতি সপ্তাহে দেশটিতে পৌঁছানো রোহিঙ্গার সংখ্যা দাঁড়াল ১ হাজার জনে।  

মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছাতে প্রতি বছর হাজারো মুসলিম রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ এবং অনিশ্চিত সমুদ্র পথ পাড়ি দেয়। 

সর্বশেষ এ ২০০ রোহিঙ্গা মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টায় উত্তর সুমাত্রার প্রান্তে আচেহ প্রদেশের ছোট শহর সাবাংয়ে পৌঁছায়।  

জাতিসংঘের শরণার্থী সংস্থার সুরক্ষা সহযোগী ফয়সাল রহমান এএফপিকে বলেছেন, মেয়র আমাদের বলেছেন ২০০ রোহিঙ্গার কথা। তবে স্থানীয়রা বলছেন এ সংখ্যা আরও বেশি হবে। সংখ্যাটা ৩৬০ও হতে পারে। 

আচেহ-এর স্থানীয়রা গত সপ্তাহে বাংলাদেশ থেকে ভেসে যাওয়া বেশ কয়েকটি নৌকা ফিরিয়ে দেয়।  

এএফপির হাতে আসা কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, সেখানে পৌঁছানো ওই রোহিঙ্গাদের কোনো আশ্রয় কেন্দ্রে নেওয়ার বদলে সমুদ্র সৈকতেই বসিয়ে রাখা হয়েছে।  

নিরাপত্তা বাহিনীর সদস্য এবং স্থানীয়দের তাদের পাশে দেখা গেছে।  

ইউএনএইচসিআর বলছে, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে ঢুকতে ঝুঁকিপূর্ণ যাত্রা করেছে। 

এনএফ