সামনে ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হবে: ইসরায়েল
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, গাজা উপত্যকায় হামাসের কাছে যেসব ইসরায়েলি জিম্মি আছেন তাদের উদ্ধারে সামনে ইসরায়েলক ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দক্ষিণ ইসরায়েলে সেনাবাহিনীর গাজা ডিভিশনের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন গ্যালান্ট।
বিজ্ঞাপন
ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এমন সময় এ মন্তব্য করলেন যখন কাতারের মধ্যস্থতায় হামাসের কাছ থেকে ৫০ থেকে ১০০ ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের আলোচনা চলছে।
ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, ‘আমরা হামাসকে পুরোপুরি হারানো এবং জিম্মিদের ঘরে ফেরানোর ক্ষেত্রে ধাপে ধাপে এগোচ্ছি। আমি মনে করি সামনে আমাদের কঠিন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ৪৫ দিন ধরে যুদ্ধ চলছে— আর এই সময়ের মধ্যে এমন কোনো মুহূর্ত নেই— আমি জিম্মিদের কথা ভাবিনি।’
আরও পড়ুন
কাতারের মধ্যস্থ্যতায় যে কোনো সময় হামাসের কাছ থেকে মুক্তি পেতে পারে উল্লেখসংখ্যক ইসরায়েলি জিম্মি। যাদের মুক্তি দেওয়ার আলোচনা চলছে তারা সবাই নারী ও শিশু বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় হামাসের যোদ্ধারা। ওইদিন কয়েকশ ইসরায়েলিকে হত্যা করা ছাড়াও ২৪০ জনের বেশি মানুষকে গাজায় ধরে নিয়ে যায় তারা। এসব জিম্মিদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ জনকে মুক্তি দিয়েছে হামাস। বাকিরা এখনো গাজায় আটকে আছেন। দেড় মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকা এসব জিম্মির আত্মীয়-স্বজনরা অস্থির হয়ে পড়েছেন। তারা এখন তাদের প্রিয়জনদের যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের ওপর চাপ প্রয়োগ করছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই