স্ত্রীকে ১০ কোটির গাড়ি উপহার দিলেন মুকেশ আম্বানি
এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি ভারতের ধনকুবের মুকেশ আম্বানি এবার দীপাবলিতে তার স্ত্রী মুকেশ আম্বানিকে ১০ কোটি টাকার উপহার দিয়েছেন।
জন্মদিনে, বিবাহবার্ষিকীতে এর আগেও নীতাকে দামি উপহার দিয়েছেন মুকেশ। এক বার নীতাকে তার জন্মদিনে ২৪০ কোটি টাকা দিয়ে একটি ব্যক্তিগত ব্যবহারের জেট বিমান উপহার দিয়েছিলেন মুকেশ। আর দীপাবলিতে তিনি স্ত্রীর জন্য কিনলেন দেশের সবচেয়ে দামি গাড়ি।
বিজ্ঞাপন
নীতাকে এই দীপাবলিতে একটি রোলস রয়েস গাড়ি উপহার দিয়েছেন মুকেশ। গাড়িটি আসলে একটি বিলাসবহুল এসইউভি। মডেলের নাম রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ। মুকেশ নিজেও একটি রোলস রয়েস ব্যবহার করেন। সেটি সোনালি রঙের। সেটিরও দাম ১০ কোটি টাকার কিছু বেশি।
প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিবেগের এই গাড়ির ভিতরে কালো রঙের বিলাসবহুল লাউঞ্জ সিট রয়েছে। রয়েছে অন্যান্য আধুনিক সুযোগ সুবিধাও। উল্লেখ্য মাস কয়েক আগেই বলিউড ‘বাদশা’ শাহরুখ খানও এই ব্ল্যাক ব্যাজ রোলস রয়েস কিনেছেন।
এনএফ