আড়াই বছরে সবচেয়ে বড় প্রতিরোধের মুখে মিয়ানমারের জান্তা সরকার
মিয়ানমারের ‘ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ) এবার জোট বেঁধে জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
চীন সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা এরইমধ্যে মিয়ানমার সেনাদের হাতছাড়া হয়েছে। তিন জঙ্গিগোষ্ঠীর জোটের দাবি মিয়ানমার-চিন সংযোগরক্ষাকারী সড়কও এখন তাদের নিয়ন্ত্রণে।
বিজ্ঞাপন
এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, সেনা-বিদ্রোহী সংঘর্ষের জেরে আতঙ্কে অন্তত ৯০ হাজার মানুষ ঘর ছেড়েছেন।
তিন জঙ্গিগোষ্ঠীর জোটবদ্ধ এ অভিযানের ফলে মনে করা হচ্ছে আড়াই বছরের সেনা সরকার সবচেয়ে বড় সঙ্কটের মুখোমুখি হলো।
চলমান এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বেইজিংও। বিদ্রোহী বাহিনীর কাছে তারা যুদ্ধবিরতির আবেদন জানালেও তাতে সাড়া মেলেনি।
মিয়ানমারের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর–পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে শুক্রবারও বহু এলাকা দখলে নিয়েছে জঙ্গিজোট।
এনএফ