গাজার আল কুদস হাসপাতাল

ফিলিস্তিনিরে গাজা উপত্যকার আল-কুদস হাসপাতালের আইসিইউ ইউনিটের ভেতর গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (১০ নভেম্বর) ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, দখলদার ইসরায়েলি সেনারা আল-কুদস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেতর সরাসরি গুলি ছুড়েছে।

এর আগে পিআরসিএস জানিয়েছিল, হাসপাতালের ভেতর ইসরায়েলি স্নাইপারের ছোড়া গুলিতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফাসহ তিনটি হাসপাতালকে ঘিরে ধরে ইসরায়েল সেনারা। এরমধ্যে আল-শিফা হাসপাতালে হামলা চালায় তারা। হামাস দাবি করেছে, এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

আল-শিফা হাসপাতালে চালানো হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র বা মর্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হয়ে মাটিতে পড়ে আছেন। তাদের মধ্যে একজনের শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল।

দীর্ঘদিন ধরে ইসরায়েল দাবি করছে, আল-শিফা হাসপাতালের নিচে হামাস তাদের কমান্ড সেন্টার তৈরি করেছে। যদিও হামাস এ দাবি প্রত্যাখান করেছে।

আশঙ্কা করা হচ্ছে, আল-শিফা হাসপাতালে বড় ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েলি সেনারা। সে কারণে হাসপাতাল প্রাঙ্গনে যেসব মানুষ আশ্রয় নিয়েছিলেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসেবে হাসপাতাল ঘিরে ধরা ছাড়াও হামলা চালাচ্ছে তারা।

সূত্র: আল জাজিরা

এমটিআই