ইউরোপের শেনচেন ভিসার মতো এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একক ভিসায় একাধিক দেশে ভ্রমণের সুযোগ।

ভ্রমণ ও পর্যটনখাত সমৃদ্ধ করতে একক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। এই জোটের ছয় দেশ— বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা এ সুবিধা ভোগ করতে পারবেন। তারা একটি ভিসা নিয়েই ছয়টি দেশের সবগুলোতে যেতে পারবেন।

জিসিসি জোটের পররাষ্ট্রমন্ত্রীদের ৪০তম বৈঠক শেষে এমন ঘোষণা দেন জোটটির প্রেসিডেন্ট সৈয়দ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি।

জিজিসির সেক্রেটারি জেনারেল জসিম আল বুদাইওই জানিয়েছে, জোটের সব সদস্যের সর্বসম্মতিক্রমে একক ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যেটি কার্যকর করা হবে ২০২৪-২৫ সালে। এরমাধ্যমে এ ছয়টি দেশের নাগরিকদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সুযোগ অনেক সহজ হয়ে যাবে।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘একক গালফ ট্যুরিস্ট ভিসা এমন একটি প্রজেক্ট যেটি জিসিসি জোটের ছয়টি দেশের নাগরিকদের চলাচল সহজতর ও ত্বরান্বিত করবে।’

এছাড়া ট্রাফিক এবং মাদক চোরচালান বন্ধেও জিসিসিভুক্ত দেশগুলো কাজ করছে বলেও জানান তিনি।

ইউরোপের শেনচেন ভিসা বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষ পেলেও; মধ্যপ্রাচ্যের এ একক ভিসা শুধুমাত্র ছয়টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এছাড়া এটির সুবিধা শুধুমাত্র ওই ছয় দেশের স্থায়ী নাগরিকরাই ভোগ করতে পারবেন।

এমটিআই