দক্ষিণ কোরিয়ায় একটি মরিচ প্রক্রিয়াজাত কারখানায় রোবটের হাতে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মূলত সবজির (মরিচের) বাক্স তুলে সেগুলো কনেভয়ার বেল্টে রাখার জন্য রোবটটি তৈরি করা হয়েছে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটির হাত ওই ব্যক্তিকে সবজির বাক্স ভেবে চেপে ধরে। এতে বুকে ও মুখে মারাত্মক জখম হন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।

বুধবার (৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজ এ তথ্য জানিয়েছে।

নিহত ওই ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি ছিল। যে সময় দুর্ঘটনা ঘটে (মঙ্গলবার রাতে) সে সময় তিনি রোবটটির সেন্সর পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। আজ রোবটটির টেস্ট রান হওয়ার কথা ছিল।

এই টেস্ট রান মূলত হওয়ার কথা ছিল গত ৬ নভেম্বর। কিন্তু সেন্সরের সমস্যার কারণে সেটি দুইদিন পিছিয়ে দেওয়া হয়।

যে ব্যক্তি রোবটের হাতে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন— তিনি রোবটটির প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।  

এমন অকল্পনীয় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটার পর এ নিয়ে ওই মরিচ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানটি একটি বিবৃতি দিয়েছে। এতে তারা নিরাপদ এবং সূক্ষ্ম ব্যবস্থা স্থাপনের আহ্বান জানিয়েছে।

চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়াতেই একটি গাড়ি উৎপাদন কারখানায় রোবটের মাঝে আটকে পড়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি ওই সময় কারাখানায় কাজ করছিলেন।

এমটিআই