ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন সম্পূর্ণভাবে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের বৃহত্তম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি প্যালেস্টাইন টেলি কমিউনিমেকশন কোম্পানি (প্যালটেল)।

এক্সবার্তায় প্যালটেল বলেছে, ‘প্রিয় দেশবাসীকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, গাজা এখন ইন্টারনেট ও মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চলানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে এবং গত শনিবার থেকে স্থল বাহিনীও তাতে যোগ দিয়েছে।

ইসরায়েলের বিমান বাহিনীর গত ৪ সপ্তাহের টানা বোমা বর্ষণে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ব্যবসা রয়েছে— এমন সব কোম্পানির মোবাইল ও ইন্টারনেট সংযোগ নেটওয়ার্ক তছনছ হয়ে গিয়েছিল অনেক আগেই । একমাত্র টিকে ছিল প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবা।

মঙ্গলবারের অভিযানে প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবাও ধ্বংস হয়ে গেছে।

সূত্র : এএফপি

এসএমডব্লিউ