গাজার মাটি কেঁপেছে, সবদিকে হামলা চালিয়েছি, হামলা চলবে : ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন হামাসের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধ ‘নতুন ধাপে প্রবেশ করেছে।’ তিনি জানিয়েছেন, গতকাল শুক্রবার তারা সবদিক দিয়ে গাজায় হামলা চালিয়েছেন। এ হামলায় গাজার মাটি কেঁপে উঠেছে। তিনি হুমকির সুরে বলেছেন, তাদের এ ‘মাটি কাঁপানো হামলা’ অব্যাহত থাকবে।
গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) গাজা উপত্যকায় অনেকটা কৌশলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এর একদিন পর তিনি এমন মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘গাজার মাটি কেঁপেছে। আমরা মাটির উপর থেকে, মাটির নিচে থেকে হামলা চালিয়েছি। আমরা হামাসের উপর সব দিক দিয়ে, সব জায়গায় হামলা চালিয়েছি। সেনাদের কাছে বার্তা পরিষ্কার; অভিযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।’
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, তারা ইসরায়েলিদের রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতে সবদিক দিয়ে প্রস্তুতি নিচ্ছেন।
ইয়োয়াভ গ্যালান্ট শনিবার ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি গাজায় হামলা অব্যাহত রাখার হুমকি দেন।
গতকাল বিকেলের দিকে একটি খবর বের হয় হামাস ও ইসরায়েল মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। এরমধ্যেই হঠাৎ করে গাজায় তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। বিমান হামলা চলার সময় গাজায় ট্যাংকসহ অসংখ্য ইসরায়েলি সেনা ঢুকে পড়ে। ইসরায়েলিরা গাজায় ঢোকার পর হামাস তাদের প্রতিরোধ করার চেষ্টা করে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় স্থল অভিযান চালানোর জন্য সীমান্তের যেসব স্থানে ইসরায়েলি ট্যাংকগুলো জড়ো করা হয়েছিল, সে স্থানগুলো এখন খালি পড়ে আছে। অর্থাৎ সীমান্তের কাছে জড়ো হওয়া ট্যাংকগুলো গাজায় প্রবেশ করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন
এমটিআই