গাজার ভেতরে যাওয়ার আগে সীমান্তে অবস্থান নেয়া ইসরায়েলের শত শত ট্যাংক/ ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঢুকেছে ইসরায়েলের অসংখ্য ট্যাংক। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে গাজায় টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় ট্যাংকসহ গাজার ভেতরে প্রবেশ করেন ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি আজ শনিবার জানিয়েছেন, তাদের সেনারা ট্যাংকসহ গাজার ভেতরে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা ‘দুর্বল শত্রুর’ মোকাবিলা করছেন।

তিনি দাবি করেছেন, গাজার ভেতরে যাওয়া প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য এখন পর্যন্ত হতাহতের শিকার হননি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকদিন ধরে গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি ইসরায়েলি দিচ্ছিল, সেনাদের ট্যাংক নিয়ে অবস্থান নেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে সে স্থল অভিযান শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের ট্যাংক যে গাজার ভেতরে অবস্থান করছে সেটির প্রমাণ দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরায়েলি বাহিনীর কয়েক ডজন ট্যাংক গাজার ভেতরে রয়েছে। ট্যাংকের সঙ্গে সঙ্গে অন্যান্য সাঁজোয়া যানও রয়েছে। তবে বিবিসি জানিয়েছে, এ ভিডিওটি গাজার কোথায় ধারণ করা হয়েছে সেটি নিশ্চিত করার চেষ্টা করছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক গাজার খান ইউনিস থেকে জানিয়েছেন, শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী বেইত লাহিয়া, বেইত হানুন এবং জেইতুর্নে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে। এ হামলার তীব্রতা এত বেশি ছিল যে, এর আগে কখনো এমন বোমা হামলা হতে দেখেননি গাজাবাসী। গতকাল রাতের বোমা হামলার পর সেখানকার সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার রাতের অব্যাহত বোমা হামলায় গাজার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কেউ কোনো ধারণা পাচ্ছেন না।

সূত্র: বিবিসি, আল জাজিরা

এমটিআই