থাইল্যান্ডে ১০ হাজার শয্যার ফিল্ড হাসপাতাল নির্মাণের উদ্যোগ
করোনা মহামারিতে জরুরি চিকিৎসা সেবা দিতে ১০ হাজার শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড। দেশটিতে এখন করোনার তৃতীয় ঢেউয়ের মুখোমুখি। স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে শনিবার এই হাসপাতাল নির্মাণের কথা জানানো হয়। রাজধানী ব্যাংককে বিশেষ এই হাসপাতাল নির্মাণ করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংককের বেশ কয়েকটি হাসপাতাল শুক্রবার থেকে ধারণক্ষমতা ও টেস্টিং কিটের অভাবে করোনা পরীক্ষা বন্ধ রেখেছে। কারণ পরীক্ষায় বেশিরভাগেরই করোনা পজিটিভ আসে। কিন্তু হাসপাতালে করোনা রোগী রাখার মতো জায়গা নেই।
বিজ্ঞাপন
থাইল্যান্ডের চিকিৎসা সেবা বিভাগের মহাপরিচালক সুকসান কিট্টিসুপাকর্ন বলেন, হাসপাতালের ১০ হাজার শয্যা বাড়ানো আমাদের লক্ষ্য। জনগণকে ভরসা দিতে চাই যে আমরা এখনও মহামারি মোকাবিলা করতে সক্ষম।
শনিবার দেশটিতে নতুন আক্রান্ত হিসেবে ৭৮৯ জন শনাক্ত হয়েছেন ও একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে ৩১ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন ও ৯৭ জন মারা গেছেন।
এ মাসেই দেশটিতে দুই হাজার ৬৯৭ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এক হাজার ৫৮ জন রাজধানী ব্যাংককের। আগে রাজধানীতে দৈনিক ১০ থেকে ২০ জন করে আক্রান্ত হলেও এখন দৈনক আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।
দেশটির রোগ নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক ওপাস করংকাভিনপং একটি ব্রিফিংয়ে বলেছিলেন, ব্রিটেনে চিহ্নিত হওয়া বি.১.১.৭ ধরনটি থাইল্যান্ডের ৭৭টি প্রদেশের ৬২টিতে অতি দ্রুত ছড়িয়ে পড়েছে।
দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা শনিবার এক পডকাস্ট বার্তায় বলেন, আমি খুবই উদ্বিগ্ন। প্রয়োজন না হলে কেউ বাসা থেকে বের হবেন না। দয়া করে ঘরে থাকুন।
আগামী জুন থেকে থাইল্যান্ডে গণটিকাদান কর্মসূচি শুরু হবে। ইতোমধ্যে ৫ লাখ ৩০ হাজার স্বাস্থ্যকর্মী ও অগ্রাধিকার পাওয়া দুর্বল নাগরিকদের টিকা দেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স
ওএফ