ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শাদি বারুদকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।

ইসরায়েল দাবি করেছে, গত ৭ অক্টোবর হামাস তাদের অবৈধ বসতিগুলো লক্ষ্য করে যে ভয়াবহ হামলা চালিয়েছে সেটির অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন শাদি বারুদ। তিনি হামাসের গাজা শাখার নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে এ পরিকল্পনা করেছিলেন।

এ ব্যাপারে এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘শাদি বারুদ, হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধানকে হত্যা করা হয়েছে।’

‘তিনি ইসরায়েলিদের বিরুদ্ধে ৭ অক্টোবর চালানো গণহত্যার পরিকল্পনাকারী এবং অসংখ্য ভয়াবহ হামলার সঙ্গে জড়িত ছিলেন।’

‘বর্বর সেই হামলার সঙ্গে জড়িত হামাসের নেতাদের উপর আমরা হামলা অব্যাহত রাখব এবং তাদের হত্যা করব।’ যোগ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদ নিহত হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত হামাসের বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতা নিহত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন ৭ হাজারের বেশি বেসামরিক মানুষ। যার অর্ধেকই হলো শিশু।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমটিআই