অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা শুরুর পর— গত দুই সপ্তাহ ধরে ইসরায়েলের উপর হামলা চালাতে নিজেদের সদস্যদের আহ্বান জানাচ্ছে আল-কায়েদা ও আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলো। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইহুদিদের উপরও হামলার জন্য নিজেদের অনুসারীদের উদ্বুদ্ধ করছে তারা। আর এমন আহ্বানের কারণে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।

আল-কায়েদের সোমালিয়াভিত্তিক শক্তিশালী সহযোগী সংগঠন আল-সাবাব সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, হামাস-ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেটি শুধুমাত্র একটি স্থানীয় লড়াই নয়; এটি পুরো মুসলিম উম্মাহর লড়াই। সশস্ত্র এ জঙ্গিগোষ্ঠীটি বিশ্বব্যাপী ইহুদিদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলার আহ্বান জানিয়েছে।

এছাড়া আল-কায়েদার ইয়েমেন, সিরিয়া ও ভারত মহাদেশ শাখাও একই ধরেনের বিবৃতি দিয়েছে।

যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা লং ওয়ার জার্নাল জানিয়েছে, সহিংস সংস্থা আল-কায়েদার উত্তর পূর্ব আফ্রিকার শাখা ইসরায়েলে চালানো হামাসের হামলার প্রশংসা করেছে।

তারা বলেছে, এ ধরনের প্রশংসা ও আহ্বান পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। গত সপ্তাহে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৫ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছিল, সামনের দিনগুলোতে ইহুদি কমিউনিটিগুলো একক হামলাকারী, ইরান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হতে পারে। এমনকি হামাসের হামলার আগে ইউরোপের দেশগুলো সতর্কতা দিচ্ছিল, ইউরোপ মহাদেশে ইসলামিক জঙ্গিবাদের হুমকির উত্থান দেখা যাচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমটিআই