ইসরায়েলের ব্যাপক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় প্রতিদিন প্রায় ১০০ ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন হবে। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের একটি সূত্র।

এ ব্যাপারে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বলেন, গাজার জন্য আমাদের প্রতিদিন ১০০ ট্রাক মানবিক সহায়তা রাখতে হবে। তাই বিপুল সংখ্যক ট্রাক গাজায় প্রবেশ শুরু করা দরকার। খবর এএফপির।

তিনি বলেন, নতুন করে ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞের আগেও গাজায় ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ১০০ ট্রাক সহায়তা পাঠানো হতো।

গ্রিফিথস বলেন, ত্রাণ বিতরণে সহায়তা করতে ফিলিস্তিনি শরণার্থীদের উন্নয়নে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) সংস্থাসহ গাজা উপত্যকায় প্রায় ১৪ হাজার কর্মী নিয়োজিত রয়েছেন।

এই সপ্তাহে চারটি বোমা হামলার পর ফিলিস্তিনের রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়ায় সিনাই মরুভূমিতে আপাতত কয়েক টন ত্রাণ আটকা পড়ে আছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর আগে বলেছে, ইসরায়েল মিশরের মাধ্যমে খাদ্য, পানি ও ওষুধের আকারে মানবিক সহায়তা আসতে বাধা দেবে না।

২৪ লাখ লোকের বাসস্থান গাজার নিয়ন্ত্রক হামাস ব্যতিরেকে বেসামরিক জনগণের কাছে সাহায্য পৌঁছবে বলে জোর দেন গ্রিফিথস।

কেএ