ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন ভোটের প্রচারে রয়েছেন দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে। ভোটের প্রচারে গিয়ে সেখানে রাহুল আওয়াজ তুললেন ক্ষমতাসীন বিজেপির পরিবারতন্ত্র নিয়ে। 

কংগ্রেসের পরিবারকেন্দ্রিক রাজনীতি নিয়ে আগে থেকেই সরব বিজেপি। এর জবাবে রাহুল পাল্টা প্রশ্ন তুললেন— অমিত শাহের ছেলে কী করেন? কী করেন রাজনাথ সিংয়ের সন্তান? আমি তো শেষ বার শুনেছি অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট চালাচ্ছেন। বিজেপির নেতা-মন্ত্রীদের দিকে তাকান। দেখতে পাবেন অনুরাগ ঠাকুরসহ বহু নামেই পরিবারতন্ত্রের প্রতিফলন। 

কংগ্রেস-শাসিত রাজ্যগুলোর উন্নয়নের খতিয়ান তুলে ধরে রাহুল বলেন, কেন্দ্রে ক্ষমতায় এলে রাজস্থান, কর্ণাটক ও ছত্তীসগঢ় মডেল গ্রহণ করবে কংগ্রেস। বিজেপি আমাদের প্রান্তিক দল হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও আমরা কর্ণাটক, রাজস্থান, ছত্তীসগঢ়ে তাদের হারিয়েছি। যে সব রাজ্যে ভোটের প্রস্তুতি চলছে, সেখানেও জিতব। 

মণিপুরের প্রসঙ্গ টেনে রাহুল বলেছেন, বিজেপি মণিপুরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দায়িত্ব ছিল মণিপুরে আসা। কেন তিনি আসছেন না, তা এক ধাঁধা। 

এনএফ