অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলিল হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার পর কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি টিভিতে দেওয়া ভাষণে বলেছেন, হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার হাসপাতালটিতে বোমা ছুড়ে ইসরায়েল। ওই সময় জর্ডানে ছিলেন মাহমুদ আব্বাস। আজ বুধবার জর্ডানের রাজধানী আম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি এবং জর্ডানের রাজা আব্দুল্লাহ-২ এর সঙ্গে তার বৈঠক করার কথা ছিল। কিন্তু হাসপাতালে বোমা হামলার পর ফিলিস্তিনে ফিরে আসেন মাহমুদ আব্বাস। এরপর ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

ওই ভাষণে আব্বাস বলেন, ‘হাসপাতালের এ হামলাটি জঘন্য যুদ্ধ গণহত্যা। এটি সহ্য করা যায় না। ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। আমরা আমাদের ভূমি ছেড়ে কোথাও যাব না এবং কাউকে আমাদের উচ্ছেদও করতে দেব না।’

আব্বাস তার ভাষণে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এখন কোনো বৈঠক করবেন না তিনি। কারণ এ মুহূর্তে যুদ্ধ বন্ধ করা ছাড়া অন্য বিষয়ে আলোচনা করার কোনো মানে হয় না।

গত ৭ অক্টোবর থেকে চালানো অবৈধ দখলদার ইসরায়েলি বিমানবাহিনীর অব্যাহত ও নির্বিচার বিমান হামলা থেকে বাঁচতে ওই হাসপাতালটিতে অনেক বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। কিন্তু নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হাসপাতালেও শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমটিআই