গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহত এক ফিলিস্তিনি শিশুকে খান ইউনিসের একটি হাসপাতালে নেওয়া হচ্ছে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হুমকি দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। আর এই ঘটনায় কলম্বিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়েছে।

সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

মূলত অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এর জেরে দক্ষিণ আমেরিকান এই দেশটির কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেয় ইসরায়েল।

এরপরই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার হুমকি দেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, ‘যদি ইসরায়েলের সঙ্গে আমাদের বৈদেশিক সম্পর্ক স্থগিত করতে হয় তবে আমরা তা স্থগিত করব। তারপরও আমরা গণহত্যা সমর্থন করি না। কলম্বিয়ার প্রেসিডেন্টকে অপমান করা যাবে না।’

এর আগে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় দেশটির কাছে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে এই ঘোষণা দেন। মূলত ইসরায়েল হচ্ছে কলম্বিয়ার অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী।

অবশ্য পেট্রো তার বিরুদ্ধে ইসরায়েলের ‘অপমান’ এর পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শনের জন্য লাতিন আমেরিকান দেশগুলোর কাছেও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইসরায়েলের জনগণের কাছে আমি...ফিলিস্তিন ও বিশ্বে শান্তি অর্জনে সাহায্য চাই। কলম্বিয়া একটি স্বাধীন, সার্বভৌম এবং ন্যায়পরায়ণ মানুষের দেশ।’

এরপর পেট্রো ইসরায়েলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং একটি ছবির মাধ্যমে হাইলাইট করে বুঝিয়ে দেন- কলম্বিয়াতে ‘গণহত্যা সমর্থিত নয়’। তিনি ঘোষণা করেন, কলম্বিয়া মিশরের মাধ্যমে গাজায় মানবিক সাহায্য পাঠাবে এবং একইসঙ্গে এই ইস্যুতে জাতিসংঘকে সাধারণ পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বানও জানান তিনি।

এদিকে ইসরায়েল গাজা দখল করলে তা ‘বড় ভুল’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এবং এর আগেই এই মন্তব্য করেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

গাজা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় গাজার ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর মধ্যে একটি পোস্টে গাজায় ইসরায়েলের হামলাকে ইহুদিদের ওপর নাৎসি নিপীড়নের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট পেট্রো।

এছাড়া হামাসের হামলার পর থেকেই গাজায় বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পানি ও  পণ্য সরবরাহ বন্ধ করে দিয়ে ভূখণ্ডটি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, গাজার হাসপাতালগুলো চালু রাখার জন্য মাত্র ২৪ ঘণ্টার জ্বালানি অবশিষ্ট আছে বলে জানিয়ে দিয়েছে জাতিসংঘ।

আল জাজিরা বলছে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গাজায় অবরোধ কার্যকরের ঘোষণা দেওয়ার পর পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘নাৎসিরাও ইহুদিদের সম্পর্কে এমনটাই বলেছিল।’

টিএম