গাজায় পানি ছাড়ার দাবি ইসরায়েলের, বাসিন্দারা বলছেন ভিন্ন কথা
ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে পুনরায় পানি সরবরাহ চালু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, রোববার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। ওই ফোনালাপে সিদ্ধান্ত হয় গাজায় আবারও পানি সরবরাহ করা হবে। এরপরই পানির ট্যাপগুলো খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
তবে গাজাবাসী বলছেন অন্যকথা। তারা জানিয়েছেন, তাদের এখানে ইসরায়েল থেকে এখনো কোনো পানি আসেনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলেও, গাজার বাসিন্দারা জানিয়েছেন, এখনো কোনো পানি তাদের এখানে আসেনি।
আরও পড়ুন
এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান সংবাদমাধ্যম সিএনএনকে বলেছিলেন, ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় পুনরায় পানি সরবরাহ চালু করা হয়েছে।
যদিও ইসরায়েলি জ্বালানিমন্ত্রী জানিয়েছে, গাজার একটি নির্দিষ্ট জায়গায় সরবরাহ চালু করা হয়েছে। কিন্তু এর বেশি কিছু জানাননি তিনি।
গাজায় কাজ করা একজন উদ্ধারকর্মী নিশ্চিত করেছেন, নতুন পানি সরবরাহের কোনো অস্তিত্ব তারা দেখতে পাননি। এছাড়া হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারের এক মুখপাত্রও জানিয়েছেন, তাদের এখানে নতুন করে কোনো পানি আসেনি।
এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এদিন বেশ কয়েকজন ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে যায় তারা। এরপরের দিন গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে সেখানে পানি, খাদ্য, জ্বালানিসহ সবকিছুর সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। এমনকি দুইদিন পর ইসরায়েলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, জিম্মিদের ছেড়ে না দিলে অবরোধ তুলে নেওয়া হবে না।
সূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট
এমটিআই