হিজবুল্লাহর প্রশংসা, নেতানিয়াহুকে নিয়ে ঠাট্টা করলেন ট্রাম্প
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ লিপ্ত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ব্যঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি ইরান সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে স্মার্ট হিসেবে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১২ অক্টোবর) ফক্সনিউজ রেডিওর অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ব্যঙ্গ করেন। তিনি বলেন, ‘সেখানে যা হয়েছে তা নিয়ে তিনি (নেতানিয়াহু) খুবই কষ্ট পেয়েছেন। তিনি প্রস্তুত ছিলেন না। নেতানিয়াহু প্রস্তুত ছিল না ইসরায়েলও প্রস্তুত ছিল না।’
বিজ্ঞাপন
গত শনিবার ইসরায়েলে ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ডোনাল্ড ট্রাম্প হামাসের সেই হামলার প্রসঙ্গে নেতানিয়াহুকে ব্যঙ্গ করেন।
অপরদিকে দিনের শেষ দিকে অপর এক অনুষ্ঠানকে হিজবুল্লাহকে স্মার্ট হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনারা জানেন হিজবুল্লাহ খুবই স্মার্ট। তারা সবাই বেশ স্মার্ট।’
তবে পরবর্তীতে ট্রাম্পের মুখপাত্র স্টেভেন চিউং জানান, সাবেক প্রেসিডেন্ট হিজবুল্লাহকে স্মার্ট বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথার প্রেক্ষিতে। মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধ চলাকালীন লেবানন সীমান্তে হিজবুল্লাহও হামলা চালাতে পারে। কিন্তু হিজবুল্লাহ এসময় এমন কিছু করবে না এটিই বুঝিয়েছেন ট্রাম্প।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যঙ্গ করা ছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে ‘গাধা’ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।
আরও পড়ুন
এদিকে সাবেক প্রেসিডেন্টের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। প্রেসিডেন্ট দপ্তরের উপ প্রেস সচিব অ্যান্ড্রু বেইস এক বিবৃতিতে বলেছেন, ‘এ ধরনের বক্তব্য বিপজ্জনক এবং ভারসাম্যহীন।’
তিনি বিবৃতিতে আরও বলেছেন, ‘এটি আমাদের বোধগম্য নয় কেন একজন আমেরিকান ইরান সমর্থিত একটি সন্ত্রাসী গোষ্ঠীকে স্মার্ট হিসেবে অভিহিত করবেন অথবা ইসরায়েলে কোনো সন্ত্রাসী হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সতর্কতার কেউ বিরোধীতা করতে পারেন।’
হোয়াইট হাউসের এ কর্মকর্তা আরও বলেছেন, ‘বিশেষ করে এ মুহূর্তে যখন ইসরায়েল নিজেদের ইতিহাসে অন্যতম গণহত্যার বিরুদ্ধে লড়ছে, তখন আমাদের তাদের পাশে কাধে কাধ মিলিয়ে দাঁড়ানোর সময়। আর এ কারণে প্রেসিডেন্ট জো বাইডেন কমান্ডার ইন চিফ হিসেবে যা প্রয়োজন তা করছেন।’
সূত্র: ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইসরায়েল
এমটিআই