হামাসের হামলা
ইসরায়েলকে আগেই সতর্কবার্তা দিয়েছিল মিসর, দাবি মার্কিন আইনপ্রণেতার
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলার তিন দিন আগেই ইসরায়েলকে এ বিষয়ে মিসর সতর্ক করেছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানপন্থী আইনপ্রণেতা ও পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাউল।
সোমবার রাজধানী ওয়াশিংটনে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটলে এক ব্রিফিংয়ে ম্যাককাউল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে হামাসের হামলার তিন দিন আগে মিসর ইসরায়েলকে জানিয়েছিল যে এমন একটি ঘটনা ঘটতে পারে। কোন সূত্র থেকে আমি এটা জেনেছি, তা এখানে বলতে চাইছি না; তবে এমন একটি সতর্কবার্তা যে ইসরায়েলকে দেওয়া হয়েছিল, তা নিশ্চিত।’
বিজ্ঞাপন
দুই বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি শেষে ৮ অক্টোবর শনিবার ভোর রাত থেকে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাসের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সূর্যের আলো পুরোপুরি ফোটার আগেই ৩ হাজারেরও বেশি রকেট ছোড়া হয়েছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে।
কাছাকাছি সময়ে মোটরচালিত প্যারা গ্লাইডারে চেপে হামাসের বেশ কয়েকজন যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমাণ্ডের কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তা ও সদস্যদের বন্দি ও জিম্মি করার পাশাপাশি ওই কমান্ডের সঙ্গে সেনাবাহিনীর মূল কমান্ড ও অন্যান্য শাখার কার্যালয়ের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তার প্রায় সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল ও জীপে করে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেন হামাসের আরও কয়েক শ’ যোদ্ধা।
বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ হচ্ছে আল আকসা অঞ্চলে। ইসরায়েলের সরকার ইতোমধ্যে হামাসকে চিরতরে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আইডিএফ জানিয়েছে, গত চার দিনে গাজা ভূখণ্ডের অন্তত ২০০ টি ‘লক্ষ্যবস্তু’ ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। রকেট ও বিস্ফোরক ছোড়ার জন্য এসব লক্ষ্যবস্তু ব্যবহার করত হামাস।
শনিবার ভোররাত থেকে শুরু হওয়ার পর এ পর্যন্ত যুদ্ধে উভয়পক্ষে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৩০০ জন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজারেরও বেশি। নিহত ও আহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী, শিশু ও বেসামরিক লোকজন রয়েছেন।
বুধবারের ব্রিফিংয়ে মাইকেল ম্যাককাউল বলেন, ‘আমি এখনও বুঝতে পারছি না যে কীভাবে আমরা এই সতর্কবার্তা মিস করলাম। আমি এটাও বুঝতে পারছি না— ইসরায়েল কীভাবে এটি মিস করল।’
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ