ইসরায়েলের হামলায় ভেঙে পড়ার দ্বারপ্রান্তে গাজার স্বাস্থ্যব্যবস্থা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন, ইসরায়েলের অব্যাহত হামলার কারণে সেখানকার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও বোমা ছুড়েছে। এতে অন্তত ৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে মঙ্গলবার (১০ অক্টোবর) এ কর্মকর্তা বলেছেন, ‘আমাদের ওষুধের অপ্রতুলতা রয়েছে। ল্যাবগুলো চালু রাখতে ওষুধ সরবরাহ ও বিকারক প্রয়োজন আমাদের।’
বিজ্ঞাপন
মহাপরিচালক মেদহাত আব্বাস আরও বলেছেন, ‘এখানকার পরিস্থিতি খুবই জটিল। আমাদের এখানে হাজার হাজার আহত মানুষ চিকিৎসার জন্য এসেছেন। যেসব সুযোগ-সুবিধা রয়েছে সেগুলোর উপর এটি চাপ ফেলছে।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের সক্ষমতা হলো ২ হাজার বেড, আমরা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে আছি। ওষুধের অপ্রতুলতা দেখা দিয়েছে কারণ আমরা যে ওষুধ একদিনে ব্যবহার করছি, সেটি এক মাসে করি। পরিস্থিতি খুবই খারাপ। আমাদের পাঁচটি অ্যাম্বুলেন্সের উপর হামলা চালানো হয়েছে এবং আমাদের পাঁচজন সহকর্মী নিহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীদের চলাচলের জন্য কোনো নিরাপদ পথ নেই।’
এদিকে গত শনিবার ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলার পর প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। অপররদিকে হামাসের হামলায় এক হাজারের বেশি ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।
সূত্র: আল জাজিরা
এমটিআই