গাজায় বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত হয়েছেন।
গত শনিবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর— গাজাকে লক্ষ্য করে টানা তিনদিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।
বিজ্ঞাপন
একসঙ্গে পরিবারের ১৯ সদস্যকে হারানো ৫৭ বছর বয়সী ফিলিস্তিনি বৃদ্ধ নাসের আবু কুতা বার্তাসংস্থা এপিকে বলেছেন, তার চারতলা বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই সময় বাড়িতে নারী ও শিশুরা ছিল। তিনি জানিয়েছেন, হামলার আগে তাকে কোনো সতর্কতাবার্তা দেওয়া হয়নি।
গাজায় কোনো ভবনে হামলা চালানোর আগে ইসরায়েল সাধারণত আগেই সতর্কতা দেয় এবং বাসিন্দাদের সরে যেতে বলে।
নাসের আবু কুতা জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়েছিল, তার এক প্রতিবেশীর বাড়িতে বোমা হামলা চালানো হবে। কিন্তু সেই বাড়ির বদলে তার বাড়িতে বোমা ফেলা হয়। এতে তার স্ত্রী ও ভাই-বোনসহ পরিবারের ১৯ জন নিহত হয়েছেন।
এছাড়া ওই বোমার আঘাতে নাসের আবু কুতার পাঁচ প্রতিবেশীও নিহত হয়েছেন। হামলার সময় তারা পাশে অবস্থান করছিলেন।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, হামাসের হামলার পর গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।
গাজায় অব্যাহত এ বোমা হামলার বিষয়টি স্থল হামলার অংশ হিসেবে মনে করা হচ্ছে। প্রথমে বোমা হামলা চালিয়ে গাজার বিভিন্ন ভবন ধসিয়ে দেওয়ার পর সেখানে ইসরায়েল সেনাদের পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।
গাজায় ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৪০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অপরদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন সাতশরও বেশি ইসরায়েলি।
সূত্র: এপি
এমটিআই