ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজা শহরের একটি উঁচু টাওয়ারে হামলার পর সৃষ্ট ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা

হামাস ও ফিলিস্তিনির মধ্যকার চলমান ‌‘যুদ্ধে’ এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের প্রাণ গেছে। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ ইসরায়েলি।

এছাড়াও ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ অব্যাহত থাকলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বৈ কমবে না। পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি তো আছেই। 

শনিবার দিনভর চলা যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ ছবি নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা, রয়টার্স, এপির ক্যামেরায় এসব ছবি তোলা হয়েছে।

গাজা শহরে ইসরায়েলি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ভবন 
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া রকেট 
গাজা উপত্যকা থেকে নিক্ষেপ করা হয় রকেট 
গাজা উপত্যকা থেকে ছোড়া রকেটের আঘাতের একটি স্থান থেকে নারী ও শিশুকে সরিয়ে নিচ্ছে পুলিশ
হামাসের বন্দুকধারীদের হামলার পর একটি জংশনের দৃশ্য এটি 
হামলায় হতাহত ফিলিস্তিনির সামরিক সদস্যদের গাজা উপত্যকায় ফিরিয়ে নেওয়া হচ্ছে 
পাল্টা-পাল্টি হামলার জেরে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা 
গাজা শহরে ইসরায়েলি বিমান হামলার পর একটি ভবনের ধ্বংসাবশেষ পরিদর্শন করছেন ফিলিস্তিনিরা

উল্লেখ্য, শনিবার (৭ অক্টোবর) সকালে আকস্মিকভাবে গাজা উপত্যকার সীমান্ত বেড়া অতিক্রম করে ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে ঢুকে পড়েন হামাসের সশস্ত্র যোদ্ধারা।  হামাসের আকস্মিক হামলার জবাবে বিমান হামলা চালায় ইসরায়েল।