রসায়নের নোবেলজয়ীদের নাম ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশ
কোয়ান্টাম ডট সংশ্লেষণবিষয়ক ন্যানোপ্রযুক্তির মৌলিক গবেষণায় অবদান রাখায় চলতি বছর রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক তিন বিজ্ঞানী। বুধবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার কয়েক ঘণ্টা আগেই সুইডিশ গণমাধ্যমে এই তিন রসায়নবিদের নাম ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে চলতি বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন, মাউঙ্গি বাবেন্দি, লুই ব্রুস ও অ্যালেক্সি একিমোভ।
বিজ্ঞাপন
তাদের মধ্যে লুই ব্রুস ও মাউঙ্গি বাবেন্দি যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর অ্যালেক্সি একিমভ যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে গবেষক হিসেবে কাজ করেন। তাদের সবার দেশ বা জন্মসূত্রে নাগরিকত্ব ভিন্ন ভিন্ন। মাউঙ্গি বাবেন্দি ফরাসি, অ্যালেক্সি একিমভ রুশ এবং লুই ব্রুস মার্কিন নাগরিক। তবে তারা সবাই বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, ফরাসি বংশোদ্ভূত মাউঙ্গি বাবেন্দি, মার্কিন লুই ব্রুস এবং রুশ বংশোদ্ভূত আলেক্সি একিমভের কোয়ান্টাম ডটস, ন্যানোপার্টিকেলস আবিষ্কারের গবেষণায় রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ন্যানোটেকনোলজির ছোট এই উপাদানটির লাইট এখন টেলিভিশন এবং এলইডি বাতি পর্যন্ত ছড়িয়েছে। এমনকি এটি চিকিৎসকরা অস্ত্রেপচারের মাধ্যমে টিউমার টিস্যুর অপসারণেও ব্যবহার করেন। এছাড়া আরও অনেক কাজে ব্যবহৃত হয় কোয়ান্টাম ডট টেকনোলজি।
রসায়নে নোবেল বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগে দেশটির গণমাধ্যমে তা ফাঁস হয়ে যায়। যে কারণে শেষ পর্যন্ত এই ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছেন দ্য রয়্যাল সুইডিশ একাডেমির জুরি বোর্ডের সদস্যরা।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের মহাসচিব হ্যান্স এলিগ্রেন বলেছেন, একটি সংবাদ বিজ্ঞপ্তি ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু এটি কীভাবে ফাঁস হয়েছে সেই কারণ এখনও অজানা।
তিনি বলেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত যে, এটি ঘটেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল নাম ফাঁসের এই ঘটনা বিজয়ীদের পুরস্কার প্রদানকে কোনোভাবেই প্রভাবিত করেনি।’
এদিকে, মাউঙ্গি বাবেন্দি বলেছেন, নোবেল কমিটির কাছ থেকে টেলিফোন পাওয়ার আগে পর্যন্ত তিনি এই খবর কারও কাছে শুনতে পাননি। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের মহাসচিব বিজয়ীদের নাম ঘোষণার সময় টেলিফোনে কথা বলেন মাউঙ্গির সঙ্গে।
এ সময় টেলিফোনে মাউঙ্গি বলেন, আমি বিষয়টি জানতামই না। সুইডিশ একাডেমি আমাকে জাগিয়ে তুলেছে। আমি গভীর ঘুমে ছিলাম। এমনকি তিনি সুইডিশ একাডেমির কাছ থেকে ফোন পাওয়ার প্রত্যাশাও করেননি বলে জানিয়েছেন।
নোবেল জয়ের অনুভূতির বিষয়ে তিনি বলেন, তার অনুভূতি অত্যন্ত বিস্ময় জাগানিয়া, ঘুমন্ত এবং অবাক হওয়ার মতো। তিনি বলেন, এটি অপ্রত্যাশিত। তবে নোবেল জয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন।
নোবেল পুরস্কার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে ফাঁস হয়ে যাওয়ার ঘটনা একেবারে বিরল। কারণ আলাদা আলাদা ক্যাটেগরির বিজয়ী ঘোষণার জন্য ভিন্ন ভিন্ন কমিটি রয়েছে। প্রত্যেক ব্ছরের বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগ পর্যন্ত তা যেন ফাঁস হয়ে না যায়, সেজন্য কঠোর গোপনীয়তা অবলম্বন করেন তারা।
সূত্র: এএফপি।
এসএস