‘ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে’
রুশ বাহিনীর প্রতিরোধ ভেদ করতে গত জুনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্ব দিকে বড় ধরনের অভিযান চালিয়েছিল তারা। তবে ইউক্রেনীয় বাহিনীর এ আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।
তিনি আরও দাবি করেছেন, ইউক্রেনের সেনাদের যুদ্ধ করার ক্ষমতা দুর্বল করে দিয়েছে রুশ সেনারা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ অক্টোবর) জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান সোইগু।
তিনি বলেছেন, ‘জাপোরিঝিয়ার ভারবোভোয়ে এবং রাবোতিনোতে সম্মুখভাগে আমাদের প্রতিরোধ ভাঙার যে প্রচেষ্টা শত্রুরা (ইউক্রেনীয় সেনা) চালিয়েছে সেটি ব্যর্থ হয়েছে।‘
অবশ্য সোইগু যেসব স্থানের কথা বলেছেন— ইউক্রেন দাবি করেছে সেসব জায়গায় রুশ বাহিনীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছে তাদের সেনারা।
আরও পড়ুন
রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, দোনেৎস্কের সোলেদার এবং বাখমুতের দিকে ইউক্রেনীয় বাহিনী যেসব হামলা চালিয়েছে সেগুলোর সবগুলো প্রতিহত করা হয়েছে।
ইউক্রেনের সেনাদের যুদ্ধ করার ক্ষমতা কমিয়ে দেওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করার দাবি করে সোইগু বলেছেন, ‘আমাদের সেনারা শত্রুদের যুদ্ধের ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করে দিয়েছে এবং তাদের ব্যাপক ক্ষতি সাধন করেছে। আমাদের সেনারা সাহসিকতা এবং সঙ্কল্পিতভাবে লড়াই করছে এবং সত্যিকারের বীরত্ব প্রদর্শন করছে।’
প্রতিরক্ষামন্ত্রী সোইগু আরও জানিয়েছেন, গত বছরের মতো আকস্মিকভাবে সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যুক্ত করার (সেনা জড়ো) কোনো পরিকল্পনা তাদের নেই।
সূত্র: এএফপি
এমটিআই