মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো বলেছেন, নির্বাচনের আগে ‘ভারতীয় সেনাদের বের করে দেওয়ার’ যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন— সেটি তিনি রাখবেন। মানে মালদ্বীপ থেকে দিল্লির সেনাদের তাড়িয়ে দেবেন তিনি।

গত শনিবার মালদ্বীপে রানঅফ প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুইজ্জো।

ওই নির্বাচনের আগে— নির্বাচনী ক্যাম্পেইনে ভারতের সেনাদের হটিয়ে দেওয়ার বিষয়টিকে সামনে রাখতেন মুইজ্জো। আর এ বিষয়টি তার জয়ের ক্ষেত্রে অবদান রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

‘ভারত হটাও’ স্লোগানে নির্বাচনী প্রচারণা চালান মোহাম্মদ মুইজ্জো

গত সোমবার (২ অক্টোবর) রাতে নির্বাচনের জয় উদযাদন করতে সমর্থকদের সঙ্গে একটি সমাবেশে যোগ দেন মুইজ্জো। সমাবেশে সমর্থকদের নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, জনগণের মতামতের বাইরে গিয়ে কোনো বিদেশি সেনাদের পক্ষে দাঁড়াবেন না তিনি।

তিনি বলেন, ‘জনগণ আমাদের বলেছে তারা এখানে কোনো বিদেশি সেনাদের চায় না।’

আরও পড়ুন>>> মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হলেন ‘ভারত বিরোধী’ মোহাম্মদ মুইজ্জো

এদিকে সেনাদের বের করে দেওয়ার বিষয়টি— ভারতের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর বিরুদ্ধে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো অভিযোগ করতেন, তিনি ভারতীয় সেনাদের মালদ্বীপে অবাধে অবস্থানের সুযোগ দিয়ে রেখেছেন। মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দল পিপলস ন্যাশনাল কংগ্রেসকে কট্টর চীনপন্থি হিসেবে দেখা হয়।

এছাড়া নির্বাচনের ক্যাম্পেইনে মুইজ্জো দাবি করতেন, ভারতীয় সেনাদের উপস্থিতির কারণে মালদ্বীপের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। তিনি গত এক বছর ধরে ‘ভারত হটাও’ কৌশল অবলম্বন করছেন।

তবে বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ দাবি করতেন, ভারত ও মালদ্বীপ সরকার একটি ডকইয়ার্ড নির্মাণের চুক্তি করেছে। আর এই ডকইয়ার্ড নির্মাণ সংক্রান্ত কাজের জন্যই তাদের এখানে ভারতের সেনারা এসেছে। এতে মালদ্বীপের সার্বভৌমত্বে কোনো আঘাত আসবে না।

ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা -ফাইল ছবি

তবে মালদ্বীপে ঠিক কতজন ভারতীয় সেনা অবস্থান করছেন সে বিষয়টি নিশ্চিত নয়। সমালোচকদের মতে, দুই সরকার এ নিয়ে যে চুক্তি করেছে সেটি অনেকটা গোপন রাখা হয়েছে। আর এ গোপনীয়তার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও বিভিন্ন গুজবের সৃষ্টি করেছে।

তবে মালদ্বীপে ভারতীয় সেনারা যেসব কাজ করে থাকেন সেগুলোর মধ্যে অন্যতম হলো— ভারত সরকারের দেওয়া দু’টি হেলিকপ্টার দিয়ে সমুদ্রে আটকে পড়া বা বিপদে পড়া মানুষদের উদ্ধার করা।

সূত্র: এপি

এমটিআই