আবারও যুদ্ধের ময়দানে ওয়াগনার, প্রিগোজিনের সহযোগী পেলেন বড় দায়িত্ব
ইউক্রেনে যুদ্ধের ময়দানে আবারও ফিরেছেন ভাড়াটা সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক গোয়েন্দা তথ্যে জানিয়েছে, ওয়াগনার সংশ্লিষ্ট কয়েকশ সেনাকে পুনরায় ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব সেনা ওয়াগনারের অধীনে না এসে ছোট ছোট দলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটে যোগ দিচ্ছে। আর তাদের বিধ্বস্ত বাখমুত শহরে মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ সেখানে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তাদের।
বিজ্ঞাপন
এদিকে ওয়াগনারের সাবেক সেনারা যখন যুদ্ধের ময়দানে ফিরে আসছে ঠিক তখনই বাহিনীটির প্রয়াত সাবেক প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের সহযোগী আন্দ্রি তোসোভকে ইউক্রেন যুদ্ধে ‘স্বেচ্ছাসেবী সেনাদের’ দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন তার বক্তব্যে আন্দ্রি তোসোভকে বলেন, ‘সর্বশেষ বৈঠকে আমরা আপনার সঙ্গে স্বেচ্ছাসেবী ইউনিট গঠনের ব্যাপারে কথা বলেছিলাম। যে ইউনিট বিশেষ সামরিক অভিযানে দ্রুত এব তীক্ষ্ণতার সঙ্গে আরোপিত দায়িত্ব পালন করতে পারবে।’
আরও পড়ুন>>> অক্টোবরের মধ্যে ইউক্রেনের পাল্টা আক্রমণ থামানোর নির্দেশ পুতিনের
বৈঠকটিতে উপস্থিত ছিলেন উপপ্রতিরক্ষামন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরেভ। এতে বোঝা গেছে ওয়াগনারের সাবেক সেনাদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হয়েছে।
আন্দ্রি তোসোভ একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তিনি উঠে এসেছেন পুতিনের হোমটাউন সেন্ট পিটার্সবার্গ থেকে। তিনি রুশ বাহিনীর হয়ে আফগানিস্তান, চেচনিয়া এবং সিরিয়ায় কাজ করেছেন।
এছাড়া কর্নেল আদ্রি তোসেভ সিরিয়ায় মোতায়েনকৃত ওয়াগনার গ্রুপের অন্যতম কমান্ডার ছিলেন। আর এ কারণে ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এদিকে গত মে মাসে ইউক্রেন থেকে ওয়াগনার সেনাদের ধীরে ধীরে প্রত্যাহার করে নেওয়া হয়। এ পরের মাসেই ইয়েভগিনি প্রিগোজিনের অধীনে ওয়াগনার বিদ্রোহ করে বসে। ওই বিদ্রোহের পর ওয়াগনারকে নিরস্ত্র করে ফেলা হয়। বিদ্রোহের দুই মাস পর প্রিগোজিন প্লেন দুর্ঘটনায় নিহত হলে ওয়াগনার বিলুপ্ত হয়ে যায়। তবে বাহিনীর যে সেনারা ছিলেন— তাদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়।
সূত্র: আল জাজিরা
এমটিআই